Random Posts

সন্ধ্যা ৬টার পর ফার্মেসি ছাড়া সব দোকানপাট বন্ধ

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ নভেল করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে সন্ধ্যা ৬টা পর ফার্মেসি বাদে অন্য সব দোকানপাটের সঙ্গে সুপারশপগুলোও বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হওয়া মানা
শনিবার এক জিজ্ঞাসায় তিনি বলেন, “সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের না হওয়া এবং দোকানপাট বন্ধ রাখার আদেশ সব ক্ষেত্রেই প্রযোজ্য।
“আমরা পুলিশকে বলেছিলাম, সন্ধ্যা ৭টা পর্যন্ত সুপারশপ খোলা থাকবে। এখন তাদের বলেছি এটা সংশোধন করে নিতে, সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া সবকিছুই বন্ধ থাকবে।”
১০ এপ্রিল শুক্রবার থেকেই সরকারের এই নির্দেশনা কার্যকর হয়েছে বলেও জানান জনপ্রশাসন সচিব।
করোনাভাইরাসের মহামারী রোখার চেষ্টায় অফিস-আদালত বন্ধ রেখে ঘরে থাকার মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে সন্ধ্যা ৬টার পর বাইরে বের হতে নিষেধ করেছে সরকার।
সরকারের এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শুক্রবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Post a Comment

0 Comments