Random Posts

ভেড়ামারায় দোকানদাররা কয়েন না নেওয়ায় ইউএনও নেতৃত্বে অভিযান

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥  কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বাজার গুলোতে ব্যাবসায়ীরা এক টাকা, দুই টাকা ও পাঁচ টাকা কয়েন না নেওয়ায় সাধারণ মানুষ এর সাথে বাকবিতন্ড হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা’র নেতৃত্বে ভেড়ামারা শহরের বাজার গুলোতে অভিযান চালায়।
ভেড়ামারা শহরের ব্যাবসায়ীরা এক টাকা, দুই টাকা ও পাঁচ টাকা কয়েন নিবে বলে আশ্বাস দিলে তাদের কে কোন জরিমানা করা হয় না। কেউ অভিযোগ করলে দোকানদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষনা দেন। মাইকিং করে সবাইকে অবগত করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা।
উল্লেখ্য,একটাকা,দুইটাকা ও পাঁচটাকা কয়েন নিয়ে বিপাকে পড়েছেন কুষ্টিয়ার ভেড়ামারার উপজেলার সাধারণ মানুষ। সচল,তবু ও অচল কয়েনে পরিনীত হয়েছে।সরকারি কোনো নিষেধাজ্ঞা না থাকলেও সবাই কয়েন নিতে আপত্তি জানাচ্ছে। খুচরাসহ বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা। মানুষ কয়েন নিয়ে পড়েছেন মহাবিপাকে।মুদিদোকান, খুচরা পসরার দোকান, মিষ্টির দোকান, যাতায়াতের ভাড়াসহ বিভিন্ন ক্ষেত্রে কয়েন নিয়ে শুরু হয়েছে ভোগান্তি।

Post a Comment

0 Comments