Header Ads

ভেড়ামারার ধরমপুর ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষনা করলেন জেলা প্রশাসক জহির রায়হান


চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ ভিক্ষুকমুক্ত হলো কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুর ৩টার সময় ধরমপুর ইউনিয়ন পরিষদে ভিক্ষুকমুক্তকরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান।
সভাপতিত্ব করেন, ধরমপুর ইউনিয়ন পরিষদো চেয়ারম্যান শাহাবুল আলম লালু। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, ইন্দোনিশিয়া সিন্টু, থানার অফিসার ইনচার্জ নুর হোসেন খন্দকার, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়ার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক ও দৈনিক হিসনা বানী পত্রিকার প্রকাশক ও সম্পাদক  আরিফুজ্জামান লিপটন প্রমুখ।
কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান ধরমপুর ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষনা করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে ১০৬ জনকে তালিকাভুক্ত ভিক্ষুকদের হাতে চাল, ডাল, লবন, চিনি, আটা, সয়াবিন তৈল, সরিষার তৈলসহ ছাগল, সেলাই মেশিন, ছাগল ও শীতবস্ত্র তুলে দেন।

No comments

Powered by Blogger.