Header Ads

ভেড়ামারায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত ॥ আহত ৪


চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥  কুষ্টিয়ার ভেড়ামারায় বাসে ডাকাতির সময় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আব্দুস সালাম(৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আরো চার ডাকাত গুলিবিদ্ধ হয়। আহতরা হলেন দেলোয়ার,আয়নাল,খোকন ও আলমগীর। রবিবার দিবাগত রাত দেড়টায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা বারমাইল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র‌্যাব ১২’র কোম্পানি কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ডাকাতির জন্য একদল ডাকাত বাসের ভেতর অবস্থান নিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা বারোমাইলে বাসটিকে তল্লাশীর জন্য থামালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র‌্যাব ও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ৩০ মিনিট ব্যাপী গুলিবিনিময় শেষে ঘটনাস্থলে থেকে গুলিবিদ্ধ আবস্থায় র‌্যাব পাচ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খোজ খবর নিয়ে জানতে পারি মৃতব্যাক্তি আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আব্দুস সালাম। বাকিরাও একই দলের সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল,১টি বিদেশী রিভালবার, ৮ রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। ডাকাত দলের ছোড়া বোমায় মিরপুর থানার ওসি কাজী জালালসহ চার কনষ্টেবল গুরুতর আহত হয়েছে। ঘঁটনাস্থল থেকে পুলিশ তিনটি বোমা, একটি বিদেশী পিস্তলসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে।

No comments

Powered by Blogger.