Header Ads

আজ রোববার ভেড়ামারা কলেজ সরকারীকরণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ আজ রোববার সকাল সাড়ে ৯ টার সময় খুলনা বিভাগের অন্যতম প্রাচীন ও সর্ববৃহৎ বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ সরকারীকরনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুর বারী জানান, ১০.৪১ একর জমির উপর ১৯৬৫ সালে ভেড়ামারা কলেজ প্রতিষ্ঠিত হয়। ৩,৭৬৪ শিক্ষার্থী, যার মধ্যে ছাত্রীর সংখ্যা ১৭২৮ জন, ৮৬জন শিক্ষক কে নিয়ে কলেজটি সুনামের সাথে পরিচালিত হচ্ছে। এখানে ডিজিটাল ল্যাব সহ ১১টি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব, ২টি লাইব্রেরী, ৫টি পাকা ও ২টি আধাপাকা ভবন, কলেজ বাজার এবং কলেজ প্রাঙ্গনে বিরাট মাঠ রয়েছে। জেনারেল শাখার পাশাপাশি ৭টি বিষয় অনার্স এবং এইচ এসসি বিএম শাখায় ৪টি ট্রেড চালু আছে। এ বছর পাবলিক পরীক্ষার ফলাফল শতকরা ৬৬ ভাগ। যা উপজেলার ৩টি প্রতিষ্ঠানের চেয়ে ফলাফল ভালো। তিনি জানান, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পাস পর্যায়ে দরিদ্র ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে পড়ানো হয়। নন এমপিও শিক্ষকদের সরকারী স্কেলের সমান বেতন ভাতাদি প্রদান করা হয়। কলেজের নিজস্ব অর্থায়নে ডায়নামিক ওয়েবসাইট রয়েছে, যা স্ব অর্থায়নে নির্মিত। এছাড়াও নিজস্ব অর্থায়নে অধিকাংশ শ্রেনীকক্ষ সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এলাকার সর্বস্তরের মানুষের দীর্ঘ দিনের দাবী ভেড়ামারা কলেজ কে সরকারীকরণ করা হোক।

No comments

Powered by Blogger.