প্রেস বিজ্ঞপ্তি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি হিসেবে ২০০৯ সাল থেকে আজ অবধি আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছি। গত অক্টোবর’১৬ ভেড়ামারা উপজেলায় অবস্থিত ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ভেড়ামারা মহিলা কলেজ কে সরকারি করণে আপনি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। যা আমাদের জন্য আনন্দের সংবাদ। এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
তবে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত হওয়ার কারণে ভেড়ামারা উপজেলার গণ মানুষের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মেলা মেশায় যতটুকু জেনেছি এবং বুঝেছি তার ভিত্তিতে বলা যায়, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ভেড়ামারা কলেজ ১০.৪১ একর জমির উপর প্রতিষ্ঠিত, বর্তমানে ছাত্র/ছাত্রীর সংখ্যা ৩৭৬৪ (ছাত্রী ১৭২৮ জন এবং ছাত্র ২০৩৬ জন) জন, এখানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ ৩টি সমৃদ্ধ বিজ্ঞানাগার, ২টি লাইব্রেরি, ১টি চার তলা ভবন, ২টি দুইতলা ভবন, ১টি এক তলা ভবনসহ ১টি বিশাল দুই তলা ভবন রয়েছে। সীমানা প্রাচীর দ্বারা বেষ্টিত বিশাল ১টি খেলার মাঠ। ১টি পুকুর প্রায় ৫ হাজার দোকান বিশিষ্ট ১টি কলেজ বাজার থাকা সত্বেও ভেড়ামারা কলেজ সরকারিকরণ না হওয়ার কারণে এলাকার মানুষ প্রচন্ড ভাবে হতাশ ও মর্মাহত হয়েছে। যা আপনি যে কোন মাধ্যম দিয়ে যাঁচাই করলে আমার কথার সত্যতা মিলবে। ভেড়ামারা কলেজটি সরকারি করণে সক্রিয় বিবেচনায় থাকলে আমরা ভেড়ামারা বাসী আপনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। অনন্ত শুভকামনায়, মোঃ জাহাঙ্গীর হোসেন জুয়েল, সভাপতি, ভেড়ামারা প্রেস ক্লাব, সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া, ভেড়ামারা, কুষ্টিয়া। ই-মেইল: লববিষ৪৮১@মসধরষ.পড়স, মোবাইল নং: ০১৭১১-৪৮১৮২১অনন্ত শুভকামনায়
মোঃ জাহাঙ্গীর হোসেন জুয়েল
সভাপতি
ভেড়ামারা প্রেস ক্লাব
সম্পাদক ও প্রকাশক
সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া
ভেড়ামারা, কুষ্টিয়া।
ই-মেইল: jewel481@gmail.com
মোবাইল নং: ০১৭১১-৪৮১৮২১
0 Comments