Header Ads

ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বালিকা বিদ্যালয়ের পিছনে ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ফিরোজা খাতুনের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি ও প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদেও পেশ ইমাম আলহাজ্ব হাফেজ আঃ হামিদ। এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক জেসমিন আক্তার, খদিজা খাতুন, সুলতানা হক আলো, সাজিজুল ইসলাম টরিক, আসাদুল হক, আব্দুর রহিম চৌধুরী, মোমিনুর ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.