Header Ads

ভেড়ামারা প্রেস ক্লাবের ২জন সাংবাদিককে ১লাখ টাকার চেক তুলে দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥কুষ্টিয়ার ভেড়ামারা প্রেস ক্লাবের সহ-সভাপতি বাবলু মোস্তাফিজ ও সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ কে শুক্রবার দুপুর ১২ টার সময় ভেড়ামারা গোলাপনগর নিজবাসভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের ৫০ হাজার টাকা  করে ২ জনকে ১ লাখ টাকার চেক তুলে দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি, তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া-২  (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য  হাসানুল হক ইনু ।
চেক প্রদান অনুষ্ঠানে ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়ার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল সভাপতিত্বে ভেড়ামারা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটনের পরিচালনায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিম, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, সহকারী পুলশ সুপার কামরুল হাসান, ভেড়ামারা থানার অফিসার্স ইনচাজ নুর হোসেন খন্দকার, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহাসিন,  ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারন সম্পাদক এস এম আনছার আলী প্রমুখ।

No comments

Powered by Blogger.