চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা কাচারীপাড়া এলাকায় অবস্থিত জগৎ জননী মাতৃমন্দির ও উপজেলার সকল মন্দিরে গতকাল সোমবার রাতে দূগোৎসবের মন্দিরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারন সম্পাদক এস এম আনছার আলী, জেলা জাসদের সাংগটনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, জনসংযোগ বিষয়ক সম্পাদক নবির উদ্দিন নবির, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু, সাধারন সম্পাদক আবু হেনা মোস্তাফা কামাল বকুল, ভেড়ামারা জগৎ জননী মাতৃমন্দিরে আহবায়ক বলরাম চন্দ্র বিশ্বাস, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়ার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল,সাধারন সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটন প্রমুখ।
0 Comments