প্রধানমন্ত্রীর সম্মতি মিলেছে ৬৪ কলেজ জাতীয়করণের
চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ জাতীয়করণের লক্ষ্যে আরও ৬৪ টি বেসরকারি কলেজ প্রধানমন্ত্রীর সদয় সম্মতি পেয়েছে। প্রধানমন্ত্রীর অফিসের একাধিক সূত্র বৃহস্পতিবার (১৮ আগস্ট)দৈনিকশিক্ষাকে এ খবর নিশ্চিত করেছে।
গত জুন মাসে ১৯৯ টি কলেজ জাতীয়করণের লক্ষ্যে অনুমোদন দেন প্রধানমন্ত্রী। জুলাই মাসে ওই কলেজগুলোতে নিয়োগ বন্ধ ও পরিদর্শনের আদেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। জানা যায়, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া ৬৪ টি কলেজের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হবে শিগগিরই। এরপর যথারীতি নিয়োগ বন্ধ, স্থাবর-অস্থাবর সকল সম্পত্তির হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা জারিসহ পরিদর্শনের আদেশ জারি হবে।
Post a Comment