Header Ads

ভেড়ামারায় তাহের মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গয়েজ ক্যাম্প প্রশিক্ষণ

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ যোগাযোগের জন্য ভাল ইংরেজি’ এ স্লোগান কে সামনে রেখে ব্র্যাক শিক্ষা কর্মসূচি পেইস’র আয়োজনে কুষ্টিয়ার ভেড়ামারা তাহের মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ভাষার উপর তিন দিনব্যাপী ইংলিশ ল্যাঙ্গয়েজ ক্যাম্পের বুধবার সমাপনী অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন তাহের মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার এস এম ছায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শান্তি মনি চাকমা, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, তাহের মাধ্যামিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়ার প্রকামক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, চন্ডিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক হাসিবুর রহমান, ব্র্যাক পেইস এলাকা ব্যবস্থাপক ভবদেব চন্দ্র রায়, মাস্টার ট্রেনার হিসেবে সাইদুল রহমান, আব্দুল হালিম, জাহাঙ্গীর আলম সহ সুধিবৃন্দ এবং প্রশিক্ষণরত শিক্ষার্থীগন ।

No comments

Powered by Blogger.