Header Ads

ভেড়ামারায় ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা


চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মালিকাধীন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের সংগঠনের উদ্যোগে গতকাল ভেড়ামারা চক্ষু হাসপাতালে হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা মালিকাধীন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের সংগঠনের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা নজিবুদ্দৌলা খাঁন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, প্যানেল মেয়র আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, ভেড়ামারা সার্কেল (সিনিয়র সহকারী পুলিশ সুপার) অশিত বিন হাসান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটন, ভেড়ামারা উপজেলা মালিকাধীন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের সংগঠনের সাধারন সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নান প্রমুখ।

No comments

Powered by Blogger.