চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা কাচারী পাড়াস্থ জগৎ জননী মাতৃমন্দিরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দূর্গা পূজা পরিদর্শন করেন নেতৃবৃন্দরা। ভেড়ামারা উপজেলায় এ বছর ৮টি স্থানে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটি’র সহ-সম্পাদক তানজিন হাসান মিথুন, ভেড়ামারা উপজেলা জাসদের অন্যতম নেতা মাসুদ রানা মামুন, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ সরকার, পূজা উদযাপন কমিটি’র আহবায়ক ড. অমরেন্দ্র নাথ বিশ্বাস, পুরোহিত বাম্পি ঠাকুর, কার্ত্তিক চন্দ্র কুন্ডু, আমর কুন্ডু প্রমুখ। শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসব। উৎসবকে ঘিরে ভেড়ামারা উপজেলা জুড়ে সাজ সাজ রব পড়েছে। পূজামন্ডবগুলো নানাভাবে সু-সুজ্জিত করা হয়েছে।
0 Comments