Header Ads

ভেড়ামারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ॥ ১৫ টাকায় ডাক্তার চাই না


‘১৫ টাকায় ডাক্তার চাই না’ ‘১৫ টাকা প্রশ্ন নয়, ১৫ কোটি মানুষের শিক্ষা চায়’  ‘প্রশ্ন ফাঁস বন্ধ কর, নতুন পরীক্ষা গ্রহণ কর’ ‘প্রশ্নফাঁসের পরীক্ষা বাতিল কর, সবার জন্য পরীক্ষা পদ্ধতিতে সমতা চাই’ স্লোগানে কুষ্টিয়ার ভেড়ামারা প্রেস ক্লাবের সামনে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
অনিক। ভেড়ামারার একজন মেধাবী শিক্ষার্থী। এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সে ভর্তি হয় নটরডেম কলেজে। দেশ সেরা ডাক্তার হয়ে মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে সে মেডিক্যাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেয়। ৭৭ নম্বার পেয়ে অন্য শিক্ষার্থীরা চান্স পেলেও সে পেয়েছে ৭৫.২৫ নম্বার। কিন্তু মেধাবী এই শিক্ষার্থী দূর্নীতির কাছে হেরে গিয়েছে। প্রশ্নফাঁস হওয়ার পর সে মেধা তালিকায় স্থান পায়নি। দূর্নীতি এবং প্রশ্ন ফাঁসের বলি হয়েছেন ভেড়ামারার এই মেধাবী শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসের শিকার হয়েছেন ভেড়ামারার আরো মেধাবী মুখ ঢাকার হলিক্রস কলেজের ছাত্রী রতি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী তুষার, মেধাবী মুখ মুরাদ,মিম সহ প্রায় ৫০ জন শিক্ষার্থী। প্রধান সড়কে দাঁড়িয়ে মেধাবী এই শিক্ষার্থীরা ফল বাতিলের দাবীতে মানববন্ধন করেছে। এসময় তাদের হাতে থাকা প্লাকার্ডে লিখা ছিল, প্রশ্ন যদি হয় ফাঁস, পড়ব কেন বারো মাস, দেশ গেল রসাতলে প্রশ্ন ফাঁসের ছায়াতলে, এই ফল মানিনা, পরীক্ষা বাতিল চাই সহ অসংখ্যা শ্লোগান। এই মানববন্ধনের সাথে একাত্বতা ঘোষনা করে মানববন্ধনে অংশ নেন, ভেড়ামারার মেধাবী মুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসান বাধন, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী জামিরুল ইসলাম, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী মিঠা, রাব্বি,শান্ত, বাধন, রুদ্র, তুষার, অনিক,তানভীর,রানা প্রমুখ।

No comments

Powered by Blogger.