Header Ads

ভেড়ামারা কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালী পুস্পস্তবক অর্পন আলোচনা সভা ও দোয়া মাহফিল

আবু ওবাইদা আল মাহাদী ॥ কুষ্টিয়ার ভেড়ামারা কলেজে শনিবার দিনব্যাপী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী। বক্তব্য রাখেন, ভেড়ামারা কলেজের গভানিং বর্ডিও সদস্য ও বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু দাউদ, গভানিং বর্ডিও সদস্য শামছুর রহমান স্বপন, উপধ্যক্ষ আজিজুল হক, অধ্যাপক আঃ গফুর সরকার, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়ার সম্পাদক ও প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, প্রভাষক এস এম গোলাম ফিরোজ, প্রভাষক শামীমা পারভিন, প্রভাষক আনিছুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন, অধ্যাপক আঃ গফুর সরকার। . অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোস্তাফিজুর রহমান শামীম।

No comments

Powered by Blogger.