কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পল্লীতে অপহরণের পর মাসুদ ফকির (৩৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মাসুদ ফকির দৌলতপুর পিয়ারপুর ইউনিয়নের পচা ভিটা গ্রামের মৃত চতুর ফকিরের ছেলে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পুলিশ উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর, পচামাদিয়া ও শেরপুর গ্রামের মধ্যবর্তী মাঠ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে মাসুদ ফকির তার নিজ বাড়ি থেকে বের হয়ে আর রাতে ফিরে আসেনি। স্থানীয়রা মঙ্গলবার বিকালে গ্রামের পার্শ্ববর্তী মাঠে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পিয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল করিম জানান, মাসুদ ফকির কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না। সে কৃষি কাজ করতো।
সহকারী পুলিশ সুপার সিএ হালিম জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের রহস্য খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
0 Comments