কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে (অস্থায়ী ক্যাম্পাস) ৬ ধুমপায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার ও সোমবার কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মিয়া ও সৈয়দ আশরাফুজ্জামান এর নেতৃত্বে কুষ্টিয়া মডেল থানার এ এস আই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এসময় হাসপাতাল চত্বরে ধুমপান করার অপরাধে ধুমপান
ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০০৫ এর ২২ (৪) ধারা অনুযায়ী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ভাড়রা গ্রামের সামসুদ্দিনের ছেলে খায়রুল ইসলামকে ২’শ টাকা, একই উপজেলার লক্ষীপুর গ্রামের আনছার আলী বিশ্বাসের ছেলে শহিদুল ইসলামকে ২’শ টাকা, মিরপুর উপজেলার নওদাপাড়া গ্রামের মনছুর প্রামানিকের ছেলে মাসুদ হোসেনকে ৫০’টাকা, মেহেরপুর জেলার গাংনী উপজেলার কালী গাংনী গ্রামের আব্দুল কাদেরের ছেলে জহিরুল ইসলামকে ১’শ টাকা, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে সিরাজুল ইসলামকে ৩০ টাকা ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হাবলু মন্ডলকে ১’শ টাকা জরিমানা করে।
0 Comments